Facebook Promotion

মনে করুন, সালটা ১৯৪৫

মনে করুন, সালটা ১৯৪৫।কাজী নজরুল ইসলাম এর ভেরিফাইড পেজ থেকে আপলোড দেয়া হলো ‘বিদ্রোহী’ কবিতার কয়েকটি পঙক্তি।তখন, সাথে সাথেই লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যেত। আর, সেই সাথে বাড়তে থাকতো তাঁর জনপ্রিয়তা।

এমনটা যদি সেই আমলেই হতো, তবে এই সময়ে এসে কি হতো বলুন তো?যা যা হতোঃ

১/ আমার, আপনার বাবা-মার ফেসবুক প্রোফাইল থাকতো।
২/ বাবা-মার স্ট্যাটাস থেকে আমরা তাদের অতীত সম্পর্কে জানতে পারতাম।
৩/ টিভি থাকতো যাদুঘরে।
৪/ সবার কাছেই একটি করে ডিজিটাল ডিভাইস থাকতো।
৫/ আমাদের অনলাইন আইডেন্টিটি থাকতো।
৬/ অনেক কিছুই থাকতো(অবশ্যই এডভান্সড)।
এসব আসলে, লিখে শেষ করা যাবেনা!!এবার আসুন আরেকটি সত্য গল্প শোনাই,অনেকেই, জানেননা বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কোনটি!যার নাম ‘বাংলা২০০০’।ইংরেজি নাম Bangla2000.comযেটি পরিচিত হয় ২০০০ সালেই এবং সম্পদনা করতেন তুকুন মাহমুদ নুরুল মোমেন। যদিও লার্জেস্ট পোর্টাল তবে ৯০% লোক এ খবর জানেন না! ২০২১ এর আজকের দিনে এই যে যারা এই পোস্টটি পড়লেন। কি বুঝলেন বলুন তো?আগে একটা সময় সবকিছুই এনালগ ছিলো। আর এখন? সবই ডিজিটাল।আপনি, আমি সবাই এখন অনলাইনে! সময়ের সাথে সব পাল্টায়।ভিন্ন ও নতুন-নতুন ধারার সাথে তাল রেখে কাজ করে টিকে থাকাটাই হচ্ছে বড় ব্যাপার।সময়ের সাথে পণ্যের উৎকৃষ্টতার পরিবর্তন হয়। এই সময়টায় এখন যেমন প্রত্যেকটি মানুষ ডিভাইস নির্ভর।ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে; যা কিছুই করতে চান তা এখন এখানেই করতে হয়। প্রযুক্তিগতভাবে সবার অবস্থান দেখতে গিয়ে নিজেরটাও ভুলে যাবেন না যেনো।২০৩০ এ অনলাইন প্রেজেন্স এতটাই মূল্যবান হবে যে, আপনার যোগ্যতার বিচারও হবে আপনি কতটুকু কানেক্টেড তার উপর ভিত্তি করে!

Leave a Comment

Your email address will not be published.