
”অথরাইজড অ্যাডস একাউন্ট”
যে সমস্ত সুবিধা সমূহ পাওয়া যাবে –
*আপনার পেজ এর নামে এই এড একাউন্ট করে দেয়া হবে। ফেসবুকের নিজস্ব পেমেন্ট মেথড এড করা থাকবে।
- কোনো লিমিটেশন ছাড়াই ইচ্ছেমত লিমিট বাড়িয়ে ক্যাম্পেইন এক যায়গা থেকেই পরিচালনা করতে পারবেন। যার ফলে সব ডাটা গুলো এক যায়গা থেকেই দেখা কিংবা ট্র্যাক করা সহজ হবে
(সাধারণত ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডে ডলারের লিমিট ১ বছরে ১২,০০০ ডলার) - অ্যাড একাউন্ট ডিসএবলড (Disabled) হয়ে যাওয়া একটি নিয়মিত সমস্যা। বিভিন্ন কারণে ফেসবুক একাউন্ট ডিসএবলড হয়ে যায় এরপর আপিল করতে হয় এবং পুনঃরায় ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এর সময়সীমাও নির্দিষ্ট নয়। অপরদিকে, এই ভেরিফাইড অ্যাড একাউন্টে কোনো সমস্যার সম্মুখীন হলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ফিডব্যাক পাবেন। তাই আপনাকে আর চিন্তায় থাকতে হবেনা। (অবশ্যই মাথায় রাখতে হবে, পলিসি ভায়োলেট করে এমন বিজ্ঞাপন পরিচালনা করলে যে কোনো একাউন্ট ডিসএবলড হয়ে যেতে পারে)
- আপনি এক বা একাধিক এড একাউন্ট নিতে পারবেন।
একাউন্ট এপ্লাই এর জন্যে যা প্রয়োজন –
১/ পেজ এর নাম (যে নামে এড একাউন্ট করা হবে)
২/ মিনিমাম ৩০০ ডলার নিতে মাসিক বাজেট থাকতে হবে
৩/ প্রতি ডলার ১০০ টাকা করে (১৫% ভ্যাট সহ)
৪/ ১০০০ টাকা অ্যাড একাউন্ট চার্জ (১ বছরের জন্য)
৫/ এপ্লাই করার ২-৩ কর্মদিবসের মধ্যে একাউন্ট পেয়ে যাবেন।
ফেসবুকের বিজ্ঞাপনের পেমেন্ট মেথড নিয়ে নানান ধরনের যত ঝক্কি ঝামেলা পোহাতে হয়!
পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সির কার্ড (মাস্টারকার্ড/ভিসা) কোনো ব্যাংক প্রদান করেনা।
যার ফলে, অন্য কাউকে দিয়ে বিজ্ঞাপন করাতে হচ্ছে। অন্যের কার্ডের পেছনে ছুটতে হচ্ছে।
সুস্পষ্ট সমাধানের জন্য লাগবে নির্দিষ্ট ভেরিফাইড অ্যাড একাউন্ট।
অর্থাৎ পেজ এর জন্য আলাদা অ্যাড একাউন্ট নিতে হবে। যেখান থেকে আপনি নিজেই আপনার পেজ এর বিজ্ঞাপন দিতে পারবেন।
যে কারণে আপনার অ্যাড একাউন্ট নেয়া জরুরি –
-
একটি পেজ এর বিজ্ঞাপনের জন্য একটি এড একাউন্ট ব্যবহার করতে হয়।সুতরাং আপনাকে জানতে হবে ক্যাম্পেইন কোন একাউন্ট থেকে চলছে।
-
কারণ – একটি একাউন্ট থেকে একাধিক পেজ এর বিজ্ঞাপন করা সম্ভব নয়!শুধুমাত্র কূপন/ত্রেসহোল্ল ব্যবহারকারীরাই এটা করতে পারবে। ৫/১০/২০/৩০ ডলারের ক্যাম্পেইন যারা এখন করছেন তারা শুধুমাত্র কূপনেই পারছেন।
-
ফেসবুক তাদের বিজ্ঞাপন সম্পর্কে এখন খুব সচেতন ও সতর্ক।পেজ রেস্ট্রিকটেড ও পার্সোনাল একাউন্ট ডিসএবলড হচ্ছে এখন খুবই বেশি!
Grow Bangladesh Ltd is a registered company of Httpool (Facebook Sales Partner)
সম্প্রতি ফেসবুক বিজনেস পরিচালনার অগ্রগতির জন্য যে নির্দেশ প্রদান করা হয়েছে –
The client has to follow the below guidelines to improve the account quality so that the ad account doesn’t get disabled. Must have rules to follow:
1. Many Clients promote multiple pages in a single ad account, which is under policy violence (can’t use umbrella account).
2. High rate of ads being rejected from a single ad account.
3. Creatives quality – creative/copy that showing the product clearly and not write vague text etc
4. Page name, page profile photo, product/service and landing page not in sync. (Facebook mark as spam ads)
5. Incomplete ad copy or caption- not giving enough details about the product, pricing, features and delivery details.
6. Negative feedback coming from the users who are seeing these ads.
7. If an ad account gets disabled in one country, it will also get disabled in any other country if the same associated page is connected to any new ad account in any country. Facebook tracks policy violations both on Page-level & Ad account level
Ad Disapproval
-
To understand any ad rejection reason or ad policy, please reach out to us with Ad account ID and Ad ID.
-
For ad rejection review, please request review directly from ads manager or reach out to Facebook support at https://www.facebook.com/
business/clientsupport
Ad Account Restriction
-
Request Review within the Ads Manager or Business Manager or Log a support ticket at https://www.facebook.com/
business/clientsupport and Email us with details for further escalation.
Disabled Business Manager / User / Page
Use below forms to appeal,
-
Page: https://www.facebook.com/help/
contact/2158932601016581 -
Business Manager https://www.facebook.com/help/
contact/2166173276743732 -
Billing or Invoices or Payments (Grow Bangladesh Ltd)
-
Please contact our Account Manager, Farha Kabir (farhakabir@growbangladesh.com.bd) or CRM Team, Hafizur Rahman (Hafiz@growbangladesh.com.bd)
-




